ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। কিল্লায় আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। কিল্লা মহিলা ফুটবল ক্লাব আয়োজিত এই প্রাইজমানি ফুটবল লিগ টুর্নামেন্টের আজকের খেলায় রাইও কামী দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে তুইরূপা-কামী দলকে ৩-০ গোলের ব্যবধানে। বিজয়ী দলের পক্ষে ধনিতা রিয়াং একাই দুটো গোল করেন। এছাড়া সামফরি জমাতিয়া করেছে একটি গোল। পক্ষান্তরে তুইরূপা কামীর খেলোয়াড়রা তেমন প্রতিরোধ গড়তে পারেনি এবং কোন গোলও শোধ করতে পারেনি। উপরন্তু খেলায় অসদাচরনের দায়ে বিজিত দলের একজনকে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি প্রীতি জমাতিয়া, এলি জমাতিয়া, খিফিলতি জমাতিয়া ও প্রিয়া জমাতিয়া।
2022-10-22