গুরুগ্রাম, ২২ অক্টোবর (হি.স.): ভারতকে ২০৪৭ সালের মধ্যে সম্পূর্ণ উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিমত পোষণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার হরিয়ানার গুরুগ্রামে ”রোজগার মেলা সমারোহে” অংশ নিয়ে নাড্ডা বলেছেন, নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছে দেশ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর, যখন আমরা স্বাধীনতার ১০০ বছর উদযাপন করব, তখন ভারত একটি উন্নত ভারত হওয়া উচিত। এ জন্য আমাদের সার্বিক উন্নয়ন করতে হবে।”
জে পি নাড্ডা আরও বলেছেন, “আমরা সবাই ভাগ্যবান যে অমৃত যুগে প্রবেশ করেছি এবং উন্নত ভারতের অংশ হয়েছি। সেই উন্নত ভারতের অংশ হিসেবে আজ একটি স্বচ্ছ পদ্ধতিতে ১০ লক্ষ চাকরি মেলার আয়োজন করা হচ্ছে, আমাদের উচিত এর সদ্ব্যবহার করা।” নাড্ডা আরও বলেছেন, আমদানিকারক থেকে ভারত প্রতিরক্ষা পণ্যের রফতানিকারক হয়ে উঠেছে এবং বিশ্বে ডিজিটাল লেনদেনে এক্ষত্রে অবদান ৪০ শতাংশ। এই গুলি প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির ফলাফল।”

