ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা শক্তিশালী প্রতিপক্ষ দিল্লি। জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে শনিবার দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে। আসরে ৬ ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট ২০ এবং ত্রিপুরার পয়েন্ট ১২। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেকটাই এগিয়ে দিল্লি। তারপরও ২২ গজে শক্তিশালী দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। দুদলই শুক্রবার সকালে শেষ প্রস্তুতি সেরে নেয়। মনিপুরের বিরুদ্ধে সহজ জয় ত্রিপুরার ক্রিকেটারদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। তবে দিল্লি জয় করতে হলে সব বিভাগেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে মণিশঙ্করদের। শেষ ম্যাচে দলনায়ক ঋদ্ধিমানের পরিবর্তে মাঠে নেমে অনেকটাই সফল উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান অর্কপ্রভ সিনহা। তবে অভিজ্ঞতার নিরিখে আগামীকাল প্রথম একাদশে ঋদ্ধিমানের থাকা খুবই জরুরি। আগামীকাল টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নিতে চাইছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। গ্রুপ লীগের শেষ ম্যাচ বলে কথা। পুরো দল ম্যাচের সময় মাঠে কিরূপ ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।