নিউইর্য়ক, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলি এবার সরকারি ছুটি ঘোষণা হল মার্কিন মুলুকে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলি উৎসবে ছুটি থাকবে ৷ তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা দফতরের চ্যান্সেলর জেনিফার রাজকুমার।
এবছর ২৪ অক্টোবর ভারতে দীপাবলি উৎসব। অ্যাডামস বলেন, “আমরা চাই, শিশুরা দীপাবলি উৎসব সম্পর্কে জানুক। কীভাবে এই উৎসব পালিত হয় সেটা ওদের জানা দরকার।”
সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ এই উৎসব পালন করেন। এই উৎসব অন্ধকারের পরাজয় এবং আলোর জয়কে তুলে ধরে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির সূচনা করে। জেনিফার রাজকুমার বলেন, “নিউইয়র্কের ২ লক্ষ বাসিন্দা হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী। তাঁরা দীপাবলি, আলোর উৎসব পালন করেন।” তিনি দীপাবলিকে আইনি উৎসবের স্বীকৃতির বিষয়টি তোলেন।
দীপাবলিতে স্কুলে ছুটি দেওয়া হোক। এই দাবিতে নিউইয়র্কে দু’দশকেরও বেশি সময় ধরে থাকা দক্ষিণ এশীয় নাগরিক এবং ইন্দো-ক্যারিবিয়ানরা লড়ছেন। এতদিন মানুষের ক্ষোভ ছিল যে নিউইয়র্ক সিটি স্কুলের ক্যালেন্ডারে দীপাবলিকে ছুটি ঘোষণার মতো জায়গা নেই। এবার সেই জায়গা হল। নতুন নির্দেশিকায়, স্টেট এডুকেশন আইন অনুযায়ী ১৮০ দিন স্কুল হবে। তুলনায় কম পরিচিত ব্রুকলিন-কুইনস ডে-র বদলে দীপাবলিতে ছুটি পাবে পড়ুয়ারা।