BRAKING NEWS

অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার, ঘটনাস্থলে পৌঁছচ্ছে উদ্ধারকারী দল

ইটানগর, ২১ অক্টোবর (হি.স.): অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভেঙে পড়ল একটি মিলিটারি হেলিকপ্টার। শুক্রবার আপার সিয়াং জেলায় টুটিং সদর দফতর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। গুয়াহাটিতে প্রতিরক্ষা পিআরও-র পক্ষ থেকে এই দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার তুতিংয়ে রয়েছে সেনা হেডকোয়ার্টার। সেখান থেকে ২৫ কিলোমিটার দূরেই সিংগিং গ্রাম। সেই গ্রামের কাছেই ভেঙে পড়ে সেনা কপ্টারটি। সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে, সকাল ১০টা বেজে ৪৩ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুর্গম। জায়গাটি সড়কপথে যুক্ত নয়। সেখানে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জের। তবে উদ্ধারকারী দল রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। তুতিং হেডকোয়ার্টার থেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছে উদ্ধারকারী দল। ভারতীয় সেনার তরফে এমনটাই জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *