মেক্সিকোতে কার্গো ট্রেনের ধাক্কা তেলের ট্রাকে, জ্বলন্ত ট্রেনের আগুনে পুড়ে ছাই অনেক বাড়ি

মেক্সিকো সিটি, ২১ অক্টোবর (হি.স.): সেন্ট্রাল মেক্সিকোতে তেলবাহী এক ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগার জেরে আগুন ধরে গেল মালবাহী অর্থাৎ কার্গো ট্রেনে। তেলের ট্যাঙ্কারে জোরে সংঘর্ষে ট্রেনটিতে আগুন ধরে যায়। তার মধ্যে আবার ট্রেনে দাহ্য বস্তু থাকা সেই আগুন কার্যত দাবানলের আকার নেয়। আগুন লাগার পরেও ট্রেনটি চলতে থাকে।

এরপর চলন্ত বার্নিং ট্রেনের আগুন থেকে রেল লাইনের পাশ্ববর্তী অঞ্চলের ডজনখানেক বাড়িতে আগুন লেগে যায়। বেশ কয়েকজনের গুরুতর আহত, অগ্নিদগ্ধ হওয়ার খবর মিলেছে। আগুন লাগার ঘণ্টাখানেক পরেও আগুন নিয়ন্ত্রণে রাখা যায়নি। পরে অবশ্য আগুন নিভিয়ে ফেলা হয়। বার্নিং ট্রেন দেখে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *