মুস্তাক আলি ক্রিকেটে বিক্রমের দুরন্ত অর্ধশত রানে মনিপুর জয় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। সহজ জয় পেলো ত্রিপুরা। বিক্রম কুমার দাসের দুরন্ত ব্যাটিংয়ে। ত্রিপুরা পরাজিত করলো দুর্বল মনিপুরকে। সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মনিপুরের গড়া ১০৮ রানের জবাবে ৫২ বল বাকি থাকতে ত্রিপুরা ২কেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার দলের ওপেনার বিক্রম কুমার দাস ৬৭ রানে অপরাজিত থেকে যান। দিবা-‌রাত্রীর ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সামনে চাপে পড়ে যায় অপেক্ষাকৃত দুর্বল দল মনিপুর। নড়বরে ব্যাটিং এর মুখে কড়া প্রতিরোধ গড়ে তুলেন দলনায়ক লংলোয়াম্বা। সঙ্গে কিছুটা সহযোগিতা করেন বিকাশ সিং এবং বিদেশ। ওই ত্রয়ীর চেষ্টায় মনিপুর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করে। লংলোয়াম্বা ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া মনিপুরের পক্ষে কর্ণজিৎ ওয়াই ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫, বিদেশ ৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩, প্রয়োজিৎ ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং বিকাশ সিং ২৮ বল খেলে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে চিরঞ্জীৎ পাল (‌২/‌১৭), অজয় সরকার (‌১/‌১৫), রাণা দত্ত (‌১/‌২৫) এবং মণিশঙ্কর মুড়াসিং (‌১/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা‌‌‌‌র দুই ওপেনার বিক্রম কুমার দাস এবং অর্কপ্রভ সিনহা  ওপেনিং জুটিতে ৪৪ বল খেলে ৬৮ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্কপ্রভ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। এরপর সুদীপ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে আসরে তৃতীয় অর্ধশতরান করেন বিক্রম। ৩১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান করেন বিক্রম। ব্যর্থ হয়েছেন সুদীপ চ্যাটার্জি (‌৮)। এরপর দলনায়ক রজত দে-‌কে সঙ্গে নিয়ে ত্রিপুরাকে কাঙ্খিত জয় এনে দেন বিক্রম। ত্রিপুরা ১১.‌২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিক্রম ৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে এবং রজত ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরা জয়লাভ করে ৮ উইকেটে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *