বিশ্বনাথ (অসম), ২০ অক্টোবর (হি.স.) : বিশ্বনাথ চারিআলির গোয়ালতলিতে যুবতী অপহরণের প্রচেষ্টাকারী জনৈক জাগির আলিকে ধরতে সতিয়া থানার পুলিশকে গুলি চালাতে হয়েছে। ঘটনা আজ বৃহস্পতিবার ভোরের দিকে সংঘটিত হয়েছে।
বিশ্বনাথের পুলিশ সুপার নবীন সিং জানান, চলতি মাসের ৯ তারিখ সতিয়া থানাধীন চড়াইজনিয়া গ্রামের এক যুবতীকে অপহরণে চেষ্টা করেছিল জাগির আলি। ঘটনার বিবরণ সংবলিত এক এফআইআর দায়ের করা হয়েছিল যুবতীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে সাতিয়া থানায় ৭৪/২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধার ৪৪৮/৩৬৬/৫১১/৩৪ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ।
যেদিন মামলা রুজু করা হয়, সেদিনই স্থানীয় জনতার সহায়তায় জাগিরের এক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে বিশ্বনাথ চারিআলির গোয়ালতলিতে পুলিশ জাগিরকে পাকড়াও করতে অভিযান চালিয়েছিল৷ কিন্তু পুলিশ দেখেই ঘরের পিছন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে জাগির৷ পুলিশও তাকে ধরতে ধাওয়া করে। কিন্তু তাকে রুখতে অপারগ হলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। গুলির শব্দ শুনে দাঁড়িয়ে পড়লে জাগিরকে ধরে ফেলে পুলিশ। তবে সেখানে জমায়েত বহু মানুষ অপরাধী জাগিরকে ধরতে পুলিশকে বাধা দেয়।
উল্লেখ্য, কুখ্যাত অপরাধী জাগির আলিকে এর আগেও পুলিশ গ্ৰেফতার করেছিল৷ জমি দালালি সহ তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ঝুলছে।
2022-10-20