আগরতলা, ২০ অক্টোবর : রাজস্ব দপ্তরের উদ্যোগে আজ রাজ্যের ৮ জেলায় ভূমিকম্প মোকাবিলায় এক মেগা মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া কর্মসূচিতে ভারতীযসেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, এয়ার ফোর্স, রাজ্য পুলিশের জওয়ান সহ রাজ্যস্তরীয় ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকগণ অংশ গ্রহণ করেন। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির পরামর্শদাতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুধীর ভেল এ সংবাদ জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির পরামর্শদাতা জানান, ভূমিকম্প মোকাবিলায় উপর মহড়া প্রদর্শনের জন্য প্রতিটি জেলায় ৫-৬টি স্থান আগে থেকেই স্থির করা হয়েছিল। আজ সকাল ৯টা ৩ মিনিটে রাজ্যের ৮টি জেলার পূর্ব নির্ধারিত স্থানগুলোতে একসঙ্গে ভূমিকম্প মোকাবিলায় উপর মহড়া শুরু হয়। ভূমিকম্প হলে এর মোকাবিলায় কি কি করা উচিত তার উপর সেখানে মহড়া প্রদর্শন করা হয়। এই মহড়া কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গত ১৮ অক্টোবর, ২০২২ রাজ্য সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির তত্ত্বাবধানে টেবিল টপ আলোচনা করা হয়। এই টেবিল টপ আলোচনায় রাজ্যের ৮ জেলার জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির সংশ্লিষ্টদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয়েছিল। মূলতঃ ভূমিকম্প মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকা, সমস্ত রকমের তথ্য আপডেট রাখা এবং সঠিক পরিকল্পনা রূপায়ণের উপর এই পর্যালোচনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট প্রজেক্ট অফিসার ড. শরৎ দাস, এন ডি আর এফের যুগ্ম অধিকর্তা নভাল প্রকাশ উপস্থিত ছিলেন।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ভুকম্পপ্রবণ এলাকার মধ্যে জোন-৫ এ রয়েছে। তাই আমাদের আরও সচেতন থাকতে হবে। এবিষয়ে সচেতন করতে আজ পশ্চিম ত্রিপুরা জেলা সহ সারা রাজ্যেই ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলায় ৬টি জায়গায় এই মহড়া অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জানান, আজ জেলার সদর, জিরানীয়া এবং মোহনপুর মহকুমার দুটি করে স্থানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় এনডিআরএফ, বিএসএফ, সিএপিএফ, আসাম রাইফেলস, পুলিশ, টিএসআর, রেডক্রস সোসাইটি, রাজস্ব দপ্তর অংশ নেয়। জেলাশাসক জানান, ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার ও ত্রাণের কাজ যেন ভালভাবে করা যায় সেই প্রস্তুতির জন্যই এধরণের মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ায় অংশ নেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
ভূমিকম্প মোকাবিলায় আজ আগরতলার ৭৯টিলাস্থিত অটলবিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল ও দশরথ দেব স্মৃতি জনজাতি অতিথি নিবাসে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা, ১৮ আসাম রাইফেলসের সেকেন্ড ইন কমান্ড অরুণ কুমার, সদর মহকুমা শাসক অরূপ দেব প্রমুখ। মোহনপুর মহকুমায় স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় ও মোহনপুর পুর পরিষদ অফিসে ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। জিরানীয়া মহকুমায় আজ ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে পুরাতন আগরতলা ব্লকের খয়েরপুরে। অমরপুর মহকুমায় ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে মহকুমা যুববিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে, শঙ্করপল্লী উচ্চবুনিয়াদী বিদ্যালয় ও চন্ডীবাড়ি মাঠে। দক্ষিণ ত্রিপুরা জেলায় আজ ৫টি স্থানে ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। বিলোনীয়া মহকুমায় ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে রাজনগর পঞ্চায়েতে।

উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে এক সাংবাদিক সম্মেলনে জানান, উত্তর ত্রিপুরা জেলায় ৩টি মহকুমা ধর্মনগর, কাঞ্চনপুর ও পানিসাগরে একই সময়ে ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলায় এই মহড়াগুলিতে দক্ষতার সাথেই উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে। যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে এই সমস্ত ঘাটতি মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলার কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় মহড়া। ধর্মনগর মহকুমায় মহড়া অনুষ্ঠিত হয়েছে নয়াপাড়াস্থিত মহকুমা প্রশাসনের সরকারি আবাসনে ও ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে। খোয়াই জেলায় সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্স, খোয়াই জেলা হাসপাতাল, দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়, মহকুমা শাসক কার্যালয় কমপ্লেক্সে ভূমিকম্প মোকাবিলায় মেগা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় উপস্থিত ছিলেন জেলাশাসক ডি কে চাকমা, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার, মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ।
সিপাহীজলা জেলায় বিশালগড় মহকুমাতেও ৫টি স্থানে ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। কমলপুর মহকুমায় ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে। কমলপুরে মহড়া প্রক্রিয়া পরিচালনা করেন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। সারা রাজ্যের সাথে করবুক মহকুমাতেও ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহকুমার পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। ছৈলেংটা মহকুমায় ভূমিকম্প মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে। কুমারঘাট মহকুমায় ভূমিকম্প মোকাবিলায় মহড়া কর্মসূচি শুরু হয় পূর্ত ময়দান থেকে। কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ফটিকরায়ে মনু নদীর উপর সেতুতে অনুষ্ঠিত হয় এই মহড়া।