কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটের কাজ শুরু করে দেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার কাঁথিতে বিজয়া সম্মিলনীতে এসে এই আবেদন করেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, “পঞ্চায়েত দখলের লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে প্রতিটি গ্রামাঞ্চলে জনগণের পাশে থেকে কাজ করবেন। কার্যকর্তাদের দায়িত্ব নিতে হবে। বুথকে শক্তিশালী করে অন্তত ৩০ জনের শক্তিশালী টিম গঠন করে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মনোনয়ন করতে বাধা দিলে আমরা পাশে আছি।”
গত কয়েক বছর ধরে ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতে প্রচুর চুরি হয়েছে অভিযোগ তুলে শুভেন্দুবাবু বলেন, “পঞ্চায়েতে এত চুরি করেছে, সব ধরা পড়বে।” এপ্রসঙ্গেই পার্থ, অনুব্রত, মানিকের গ্রেফতারির উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, “পুজোর আগে দুজন জেলে ঢুকেছে, পুজোর পরে একজন গিয়েছে। আমরা উপরের চোরগুলো ধরছি। নীচের তলার চোরগুলিকে খেদানোর দায়িত্ব আপনাদের নিতে হবে।”
বিজেপি-র কাছে প্রথম দেশ, তারপর দলের স্বার্থ দেখা হয়, এখানে ব্যক্তি স্বার্থের জায়গা নেই বলেও দাবি শুভেন্দুবাবুর।