ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। সাব্রুমে ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক পর্যায়ের খেলা শেষে সেরা ৮ টি দলকে নিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনালে কালাডেপা প্লে সেন্টার খেলবে চালিতাছড়ি প্লে সেন্টারের বিরুদ্ধে। ২১ অক্টোবর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে বনকুল প্লে সেন্টারের বিরুদ্ধে। ২২ অক্টোবর তৃতীয় কোয়ার্টার ফাইনালে লোডিং স্পোর্টস খেলবে ইউনাইটেড তীপ্রাসা প্লে সেন্টারের বিরুদ্ধে। ২৩ অক্টোবর চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মনুঘাট প্লে সেন্টার ও চৌকিদার পাড়া ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। প্রতিটি খেলাই হবে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। উল্লেখ্য, সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে সাব্রুমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
2022-10-19