নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির উপর আস্থা হারিয়ে রাস্তার কাজে হাত লাগিয়েছে এলাকাবাসী এবং উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ৷ চাঁদা সংগ্রহ করে চলছে রাস্তা সংস্কারের কাজ৷
যুবরাজনগর আর ডি ব্লকের অধীন ঢপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা৷ অথচ রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের৷ রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে৷ গ্রামবাসীরা রাস্তাটি এবং এলাকার সেতুটি সংস্কারের জন্য বেশ কয়েকবার ধর্মনগর – পানিসাগর সড়ক অবরোধ করেছে৷ শেষ পর্যন্ত যুবরাজনগর ব্লকের আধিকারিক তাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিছুদিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার করা হবে৷ কিন্তু সংস্কার করা হয়নি৷ গ্রামবাসীরা জানায় রাস্তাটি সংস্কার না করার ফলে দমকলের ইঞ্জিন এবং এম্বুলেন্স কিছুই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো না৷ ২০২১ সালে রেগা প্রকল্পে সাইনবোর্ড লাগিয়ে পাঁচ লক্ষ টাকা উপর ব্যয় করে কাজ হয়েছে বলে দেখানো হয়েছে৷ প্রকৃতপক্ষে শুধুমাত্র কয়েক গাড়ি মাটি ফেলে দায়িত্ব খালাস করেছে৷
গ্রামবাসীরা আরো জানায় তাদের এই রাস্তার কাজ যা হয়েছিল সব বামফ্রন্ট আমলে তারপর এই রাস্তাকে অবহেলিত করে রাখা হয়েছে৷ রাস্তার পাশাপাশি সেতুটিতে এমন সব ভাঙ্গন সৃষ্টি হয়েছে যার কারণে দুই তিনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে৷ এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াত করে৷ কোন কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে তার জন্য দায়ী কে থাকবে৷ গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আজির উদ্দিনের উপর৷ তারা নাকি মাত্র কয়েক হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজের জন্য বরাদ্দকৃত টাকা লুটেপুটে খেয়েছে৷ তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের পাশে বর্তমানে এসেছেন উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ৷ তিনি এবং স্থানীয়দের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে ইট ফেলে রাস্তার কাজ করা হচ্ছে এবং সেতুটির কাজও করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসী৷ রাস্তাটি এবং সেতুটি সংস্কার হলে স্থানীয়রা এখন উপকৃত হবে বলে জানায় এদিন৷
2022-10-18