আইজল, ১৮ অক্টোবর (হি.স.) : মিজোরামে বাজেয়াপ্ত করা হয়েছে ৩০,৮৪,৯৯,৬৯১ টাকার মাদক-ট্যাবলেট মেথামফেটামিন। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে এক মাদক পাচারকারীকে।
আবগারি ও নারকোটিক দফতরের জনৈক পদস্থ আধিকারিক আজ মঙ্গলবার এই খবর দিয়ে জানান, গতকাল রাত প্রায় আটটা নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে রাজধানী আইজলের ফকল্যান্ড ভেং এলাকায় তড়িঘড়ি একটি মোবাইল ভেহিক্যাল চেকপোস্ট গড়ে তোলা হয়। ওই চেকপোস্টে আইজলে নিয়োজিত ২৩ সেক্টরের ১৯ এফআইটি ডিজিএআর এফআইইউ-এর আসাম রাইফেলস-এর দলকে সঙ্গে নিয়ে আবগারি ও নারকোটিক আধিকারিকরা যানবাহনে যৌথভাবে তালাশি আভিযান চালান।
রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চেকপোস্টে সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তাতে তালাশি চালিয়ে ৯২,৫৫০টি নেশাজাতীয় মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় মাদক ট্যাবলেট পাচারকারীকে। উদ্ধারকৃত মেথামফেটামিন ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য ৩০,৮৪,৯৯,৬৯১ টাকা।
বাজেয়াপ্তকৃত নেশার ট্যাবলেটগুলি সহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য গতকাল রাতেই আইজলে অবস্থিত আবগারি ও নারকোটিক দফতরের আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়েছেন।