কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : দীর্ঘ আট বছর অপেক্ষা। দেড় বছরের বেশি সময় ধরে রাস্তায় বসে আন্দোলন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও মেলেনি নিয়োগ। চাকরি চেয়ে সোমবার ফের রাস্তায় নামলেন ২০১৪’র টেট উত্তীর্ণ ‘নন-ইনক্লুডেড’ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, সেই নিয়োগ সম্পূর্ণ না করেই ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের যুগ্মভাবে ১১ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করেন। ফলে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের চাকরির সুযোগ কমে যাচ্ছে বলে অভিযোগ। তাই অবিলম্বে তাঁদের নিয়োগের দাবি জানিয়েছেন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন না বলেও জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভ তুলতে ধরপাকড় চালায় পুলিশ। যার দরুণ অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের একটাই দাবি, “চুরি হওয়া চাকরি ফেরত চাই।” সবমিলিয়ে এদিন দুপুরে সল্টলেকের রাস্তায় ধুন্ধুমার বেঁধে যায়।
২০১৪ সালের টেট উত্তীর্ণরা দীর্ঘদিন ধরেই নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। ২০২০ সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে সাংবাদিক বৈঠক করে তাঁদের নিয়োগের ঘোষণা করেন। বলা হয়, প্রথমে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগ করা হবে। পরে আরও কিছু পদে নিয়োগের কথা জানিয়েছিলেন। সেই প্রক্রিয়া শুরু হলেও সম্পন্ন হয়নি