লখনউ, ১৭ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সোমবার হরিদ্বারের গঙ্গা নদীতে তার প্রয়াত বাবা মুলায়ম সিং যাদবের অস্থি বিসর্জন করবেন। তিনি কাকা শিবপাল এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটি ব্যক্তিগত বিমানে সকাল ১০.৩০ টায় সাইফাই এয়ারস্ট্রিপ থেকে জলি গ্রান্ট বিমানবন্দর দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন।
সকাল ১১.১৫ মিনিটে জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছান অখিলেশ। সেখান থেকে পৌঁছান হরিদ্বার। নমামি গঙ্গে ঘাটে চণ্ডী পুল চণ্ডী ঘাটে ভস্ম বিসর্জন শেষে বিকাল ৫.৪৫ মিনিটে নিজ গ্রাম সাইফাইয়ে ফিরে আসবেন।