চট্রগ্রাম থেকে চুরাইবাড়িতে আসলেন বুদ্ধ ভিক্ষুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ চট্রগ্রাম থেকে আসলেন বুদ্ধ ভিক্ষুরা৷ কঠিন চিবর দান উৎসবে আবেগের চোরাস্রোত চুরাইবাড়িতে৷ চুরাইবাড়ির জ্ঞানোদয় বুদ্ধ বিহার সাজলো আলোক সজ্জায়৷ বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চিবর দান উৎসব উপলক্ষে রবিবার সারাদিন দিনব্যাপি ধর্মীয় নানা অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যার পরে হলো ফানুস বাতি উত্তোলন৷ রাতে বাংলাদেশের চট্রগ্রাম থেকে আগত বুদ্ধ কীর্তনীয়া জুসি বরুয়া ও তার দল ভক্তবৃন্দ মাতিয়ে গেলেন বুদ্ধ কীর্তনে৷ জ্ঞানোদয় বুদ্ধ বিহারের ভ্রান্তে জয়ন্ত বুধি ভিক্ষু জানালেন একথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *