নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরনের চেষ্টা করে কতিপয় দূর্বৃত্ত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে এক যুবককে অপরহরেনর চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে এক যুবককে অপহরণের অভিযোগ উঠে৷ জানা যায়, মনু ভিলেজের কার্মী পাড়ার বাসিন্দা আবদুল গফুর নামে এক যুবক নিজ সন্তানকে বিদ্যালয়ে দিয়ে আসার পথে কিছু সংখ্যক অজানা লোক মারুতিভ্যান গাড়ী করে আবদুল গফুরের মুখে চাপা দিয়ে গাড়িতে উঠানোর প্রয়াস চালায়৷ পরবর্তী সময় আবদুল গফুর চিৎকার চেচামেচি শুরু করায় পাশ্ববর্তী লোকজন ছুটে আসেন৷ অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময় আবদুল গফুরের পক্ষ থেকে মনপাথর ফাড়িতে লিখিত মামলা দায়ের করা হয়৷ প্রকাশ্য দিনের বেলায় এইধরনের অপহরণের চেষ্টার অভাযোগকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
2022-10-17