ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। ঋদ্ধিমান ফের ফ্লপের তালিকায়। সঙ্গে সুদীপ, দীপকও। রাজ্যের ক্রিকেটার বিক্রম কুমার দাস আজ দুরন্ত খেললেও কার্যত সম্মিলিত সাফল্যের অভাবে পরাজয় রোখা সম্ভব হয়নি। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে ট্র্যাডিশনাল হার-ই হারতে হয়েছে ত্রিপুরাকে। হায়দ্রাবাদ ৫ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। চতুর্থ ম্যাচে তৃতীয় হার ত্রিপুরা দলের। দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ছয় উইকেটে হারানোর পজিটিভ স্টোরি-ই একমাত্র পূঁজি রাজ্য দলের। জয়পুরে কে এল সাইনি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে হায়দ্রাবাদ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ জানায় ত্রিপুরা দলকে প্রথম ব্যাট করার জন্য। নির্ধারিত ২০ ওভারে রাজ্য দল আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার বিক্রম কুমার দাস ৫৬ টি বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৩ রান সংগ্রহ করে। এছাড়া, বিশাল ঘোষের ১৯ রান, শ্রীদাম পালের ১৫ রান এবং ঋদ্ধিমান সাহার ১৩ রান বাদ দিলে আর কেউ দুই অঙ্কের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। হায়দ্রাবাদ দলের তনয় ত্যাগরাজন ও রবি তেজা ২টি করে এবং মিলিন্দ, অনিকেত রেড্ডি ও ভগৎ ভার্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রানা দত্তের প্রথম ওভারের চতুর্থ বলে হায়দ্রাবাদ তাদের অধিনায়ক তন্ময় আগরওয়ালকে শূন্য রানে হারিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও তিলক ভার্মা, মাইকেল জয়সুয়াল দায়িত্বপূর্ণ ব্যাট চালিয়ে একেবারে শেষ বলে জয় ছিনিয়ে নেয়। তিলক বার্মা ৪৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৬৭ রান পায়। তাছাড়া, জয়সওয়াল করেছে ২১ বলে ৩২ রান। শেষে ষষ্ঠ উইকেটের জুটিতে রবি তেজা (অপরাজিত ৮) ও তনয় ত্যাগরাজন (১১ বলে অপরাজিত ২৪) জুটি দলকে কর্তৃত্বপূর্ণ জয় এনে দেয়। ত্রিপুরা দলের রানা দত্ত, মনি শংকর মুরাসিং, শঙ্কর পাল ও শুভম ঘোষ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।
2022-10-16