নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : শনিবার গভীর রাতে মারা গেলেন দেশের বিখ্যাত জাদুকর ওপি শর্মা। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ওপি শর্মা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন এবং কানপুরের ভূত বাংলোতে বসবাস করছিলেন। তাঁর জাদুকরী হাতের জন্য তিনি সুপরিচিত ছিলেন। ওপি শর্মা দেশের বিভিন্ন অংশের পাশাপাশি বিশ্বের অনেক দেশে শো করেছেন। করোনার আগে আগ্রায় ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি তার শেষ শো করেছিলেন। তিনি গোবিন্দনগর বিধানসভা কেন্দ্র থেকেও সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
2022-10-16