অফিস ক্রিকেটে জালি ক্রিকেটার, পূর্ত, স্বাস্থ্য, বিদ্যুৎ দপ্তর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। এবার আন্তঃ অফিস ক্রিকেট টুর্নামেন্টের পালা। আয়োজক ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন। অন্যান্য বারের মতো এবারও আন্তঃ অফিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে আজ, রবিবার তিনটি ম্যাচের মীমাংসা হয়েছে। প্রথম খেলায় পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব রোমাঞ্চকর ভাবে এক উইকেটের ব্যবধানে এসবিআই রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করেছে। খেলা শুরুতে টসে জিতে এসবিআই রিক্রিকেশন ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং সীমিত ২০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীতিশ গোস্বামীর ২২ রান এবং মাথুর নারায়ণের ২৫ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১৫ বল বাকি থাকতে নয় উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের প্রয়োজনীয় প্রাণ সংগ্রহ করে নেয়। এসবিআই দলের সুকান্ত দাস চার উইকেট এবং নীতিশ গোস্বামী দুই উইকেট পেলেও পরাজয় রুখতে পারেনি। দ্বিতীয় ম্যাচে স্বাস্থ্য দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৩ উইকেটের ব্যবধানে সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করেছে। এতে সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাব টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৯২ রান সংগ্রহ করে। জবাব স্বাস্থ্য দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১৫ ওভার খেলে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিভাস সর্বাধিক ২২ রান পায়। এদিকে তৃতীয় ম্যাচটি ছিল ত্রিপুরা স্টেট বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব বনাম গ্রামোন্নয়ন দপ্তর রিক্রিয়েশন ক্লাবের মধ্যে। খেলা শুরুর আগেই অভিযোগ জানানো হয়েছে, গ্রাম উন্নয়ন দপ্তরের হয়ে যারা খেলতে এসেছেন তাদের বেশ কয়েকজন দপ্তরে কর্মরত নয়। অভিযোগ খতিয়ে দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শেষ পর্যন্ত গ্রাম উন্নয়ন দপ্তর রিক্রয়েশন ক্লাব দলকে ডিসকোয়ালিফাই করে দেয়। তাতে বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব দলকে জয়ী বলে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *