চণ্ডীগড়, ১৬ অক্টোবর (হি.স.) : পঞ্জাবে কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী সুন্দর শ্যাম অরোরাকে রবিবার সকালে ভিজিল্যান্স গ্রেফতার করেছে। জানা গিয়েছে, দুর্নীতির মামলার মুখোমুখি হওয়া সুন্দর শাম অরোরা মামলাটি নিস্পত্তি করার জন্য ভিজিল্যান্স অফিসারকে ঘুষ দিতে এসে ভিজিল্যান্সের হাতে গ্রেফতার হন।
অরোরার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির মামলা ধামাচাপা দিতে এআইজি মোহন সিংকে প্রথম কিস্তি হিসাবে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য জিরাকপুরের একটি হোটেলে এলে তখন ভিজিল্যান্স তাকে গ্রেফতার করে।