ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। রাজ্য সেরা সদর মহকুমা। তৃতীয় ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপে। রবিবার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে হয় আসর। তাতে ৭ জেলার ১৯৩ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। সকালে আসরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শতদল সঙ্ঘের সচিব অধীর দেবনাথ এবং উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। উদ্বোধনের পর এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। আসরে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেন সদর মহকুমার খেলোয়াড়রা। এবং রাজ্য সেরার সম্মানও পায়। খোয়াই জেলা রানার্স হয়। মোট ৩৩ টি ইভেন্ট হয় প্রতিযোগিতা। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সচিব কৃষ্ণ সূত্রধর।
2022-10-16