২০২৪ সালের মার্চের মধ্যে এক লক্ষ জায়গায় পৌঁছানোর লক্ষ্য: সুনীল আম্বেকর

প্রয়াগরাজ, ১৫ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় কার্যনির্বাহী বোর্ডের সভা ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার বাৎসল্য কমপ্লেক্সে অবস্থিত গৌহনিয়ায় শুরু হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বৈঠকে সামাজিক সম্প্রীতি, জনসংখ্যার ভারসাম্যহীনতা, মহিলাদের ক্ষমতায়ন এবং মাতৃভাষায় শিক্ষার মতো বিষয় নিয়ে আলোচনা হবে।

সুনীল আম্বেকর বলেন, ২০২৪ সালের মার্চের মধ্যে সংঘের সরাসরি কাজ হল এক লক্ষ জায়গায় শাখা স্থাপন করা। বর্তমানে ৫৫ হাজার স্থানে কমিটির শাখা স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, সংঘের শতবর্ষ আসছে। সে জন্যও বৈঠকে কিছু পরিকল্পনা করা হবে। তিনি বলেন, সর্বভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে যে পরিকল্পনা তৈরি করা হয় তা কার্যনির্বাহী বোর্ডের বৈঠকে পর্যালোচনা করা হয়। এছাড়া সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *