ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয়ের পাশাপাশি রান রেটও বাড়িয়ে নেওয়ার ইচ্ছে ত্রিপুরা দলের। প্রতিপক্ষ প্রতিবেশী মিজোরাম। এ পর্যন্ত তিন ম্যাচের কোনটিতেই মিজো রমনীরা জয়ের স্বাদ গন্ধও পায়নি। পরপর তিন ম্যাচে হেরে মিজোরাম মহিলা ক্রিকেট দল ৮ দলীয় গ্রুপ-এ’র পয়েন্ট তালিকায় আপাতত তলানিতে রয়েছে। পক্ষান্তরে ত্রিপুরা, দেশের ৪র্থ বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে সমসংখ্যক ১০ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে। তবে রান রেটের নিরিখে উত্তর প্রদেশকে শীর্ষে রেখে ত্রিপুরাকে দ্বিতীয় শীর্ষেই বলা যায়। প্রথম ম্যাচ ত্রিপুরা ৪৮ রানের ব্যবধানে নাগাল্যান্ডকে পরাজিত করে অভিযান শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে ফের জয় পেয়েছে ত্রিপুরা মেঘালয়ের বিরুদ্ধে ভিজেডি মেথডে ১৪ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচটি উত্তরপ্রদেশের বিরুদ্ধে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার সুবাদে পয়েন্ট ভাগ করে নিয়েছে। উত্তরপ্রদেশ প্রথম ম্যাচে মিজোরামকে ৮৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় রানে জয়ী হওয়ার সুবাদে রানের গড়ে নিজেদের অবস্থান এগিয়ে রেখেছে। উল্লেখ্য, মিজোরাম পরপর তিন ম্যাচে যথাক্রমে উত্তরপ্রদেশের কাছে ৮৫ রানে, হায়দ্রাবাদের কাছে ১০ উইকেটে এবং নাগাল্যান্ডের কাছে ৩১ রানে হেরে পয়েন্ট খুইয়ে অনেকটা নিঃস্ব অবস্থায় রয়েছে। তবে বলা বাহুল্য, পরিবেশ-জলবায়ু বিরূপ পরিস্থিতির সৃষ্টি না করলে ত্রিপুরা দলের খেলোয়াড়দের ইচ্ছে রয়েছে মিজোরামের বিরুদ্ধে জয়ের পাশাপাশি রানের গড় বাড়ানোর কাজটিও সেরে নিতে। এখন ব্যাঙ্গালুরুতে আলোর স্টেডিয়ামে আগামীকাল সকাল ন’টায় ম্যাচ শুরুর অপেক্ষায় খেলোয়ারদের পাশাপাশি রাজ্যের ক্রিকেট মহলও।
2022-10-15