নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ বর্তমান সরকার বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে বিরোধী দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীদল৷ ঊনকোটি জেলার কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবনির্বিত সাইন্স বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে শুক্রবার৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিরোধী দলের বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তাতে তীব্র অক্ষর প্রকাশ করেছে বিরোধীদল৷ এ সংক্রান্ত বিষয় নিয়ে ঊনকোটি জেলার কৈলাশহরে সিপিআইএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করা হয়৷ এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অঞ্জন রায়, প্রাক্তন কাউন্সিলার কান্তীলাল দেব এবং কৈলাশহরের বিধায়ক মোহাম্মদ মোবশ্বর আলী৷ বিধায়ক প্রতিবাদ করে জানিয়েছেন যে, কৈলাশহরের রামকৃষ্ণ কলেজের নব নির্মিত সাইন্স বিল্ডিং এর দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ ২০১৫ সালে তৎকালীন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী এই বিল্ডিং এর শিলান্যাস করেছিলেন৷ তিনি বর্তমানে চন্ডিপুরের বিধায়ক৷ উনাকে এবং কৈলাসহর এর বর্তমান বিধায়ককেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি৷ সরকার পক্ষের এ ধরনের নেতিবাচক কর্মসূচির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিরোধী দল সিপিআইএম৷
2022-10-14