মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে কন্যাকে সাথে নিয়ে পূজা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আগরতলা, ১৩ অক্টোবর (হি. স.) : পূর্বোত্তরের পার্বতী রাজ্য ত্রিপুরা মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্য ভূমি হিসেবে পরিচিত। আজ ত্রিপুরা সফর শেষে ফিরে যাওয়ার আগে মায়ের মন্দিরে গিয়ে পূজা দিয়ে আশীর্বাদ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একমাত্র কন্যা ইতিশ্রী মুর্মু-কে সাথে নিয়ে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দিয়েছেন।

এ-বিষয়ে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, আজ সকাল ১০টা ২০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি মায়ের মন্দিরে আসেন। তাঁর সাথে কন্যা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক বিপ্লব ঘোষ ছিলেন। মায়ের জন্য রাষ্ট্রপতি লাল-সাদা ডিজাইনের বেনারসী শাড়ি এবং চূর্ণি এনেছিলেন। সাথে ফল ও পেড়া ভোগ দিয়েছেন। কন্যাকে সাথে নিয়ে রাষ্ট্রপতি নাম-গোত্র বলে মায়ের কাছে সবকিছু উত্সর্গ করেছেন এবং অঞ্জলি দিয়েছেন। পূজা শেষে তিনি প্রণামী দিয়েছেন।চন্দন চক্রবর্তী জানিয়েছেন, মায়ের মন্দিরে পূজা দিয়ে রাষ্ট্রপতি শিব মন্দির দর্শন করেছেন। এরপর তিনি চলে গেছেন। এদিন রাষ্ট্রপতির সফরকে ঘিরে উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। আগরতলা থেকে তিনি হেলিকপ্টারে উদয়পুর গেছেন। সেখান থেকে ফিরে এসে তিনি বায়ু সেনার বিশেষ বিমানে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *