ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। জোড়া হ্যাটট্রিক। পবন চাকমা এবং তাপস চাকমা-র। দুজনের জোড়া হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে উঠলো নবিনছড়ার জুম্মা এফ সি দল। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার আর সি পি মাঠে হয় আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। তাতে জুম্মা এফ সি দল কার্যত বোতলবন্দি করে নেয় দামছড়ার চরাই বং দলকে। শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলে বিপক্ষের রক্ষণভাগ তছনছ করে নেন নবিনছড়ার জুম্মা এফ সি দলের ফুটবলাররা। নবিনছড়ার জুম্মা এফ সি দল জয়লাভ করে ৬-০ গোলে। ম্যাচে পবন চাকমা তিনটি এবং তাপস চাকমা তিনটি গোল করেন। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিলো ১-০ গোলে। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।
2022-10-13