ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে প্রশংসা রাজ্যের দুই স্বনামধন্য খেলোয়াড়ের। তারা হলেন পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার এবং ফুটবলার লক্ষীতা রিয়াং । এই দুইজন বীরাঙ্গনার খেলাধুলার জগতে কৃতিত্ব শুনে খুবই খুশি হলেন দেশের মহামহিম তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টাউন হলে অনবদ্য এক অনুষ্ঠানে রাজ্যের দুজন খেলোয়াড়ই ছিলেন। রাষ্ট্রপতির কাছ থেকে প্রশংসা পেয়ে খুবই খুশি হলেন দীপা কর্মকার এবং লক্ষিতা রিয়াং। রাজ্যের গর্ব এই দুইজন খেলোয়াড়।
2022-10-12