ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। মেঘালয়ের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়া পর আগামীকাল ওড়িশার মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। আজম স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। দুদলেরই ইতিমধ্যে ৩ টি করে ম্যাচ হয়ে গেছে। ৩ ম্যাচ থেকে ওড়িশার পয়েন্ট ৮ এবং ত্রিপুরার পয়েন্ট ৬। দুদলই মঙ্গলবার হালকা অনুশীলন সেরে নেয়। আজ ফেভারিট হিসাবে ওড়িশা মাঠে নামলেও বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ত্রিপুরার ক্রিকেটাররা। ফলে ২২ গজে লড়াই হবে জমজমাট আশা করা যায়। আগামীকাল টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে, প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত টিম ম্যানেমেন্টের। আর মেঘালয় ম্যাচের প্রথম একাদশ রেখে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে। মেঘালয় জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে ত্রিপুরার ক্রিকেটারদের, যা ওড়িশা বধ করতেও সাহায্য করবে মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং করানো হয়।
2022-10-11