মণিপুরের সেনাপতি জেলায় বরাক নদীতে যাত্রীবাহী গাড়ি, হত দুই, আহত ১০, আশঙ্কাজনক দুই

ইমফল, ১১ অক্টোবর (হি.স.) : মণিপুরের সেনাপতি জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য ইমফল নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্য আহতদের সেনাপতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত সকলেই পুরুষ।

নিহত দুজনের একজন বিহারের ডান্ডারি বেগুসরাই তেত্ৰির ৭ নম্বর ওয়ার্ডের জনৈক রামসেবক সাহানির ছেলে মুন্না কুমার সাহানি (৩২) এবং অপরজন উত্তরপ্রদেশের বারহান কুশিনগরের রামপুরের সাধু শর্মার ছেলে মুন্না কুমার শর্মা (২৪)। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেএনআইএমএস-এর মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল প্রায় ৭.০০টা নাগাদ ইমফল-মাও সেক্টরে ২ নম্বর জাতীয় সড়কে ইমফল থেকে ডিমাপুরগামী যাত্রীবাহী একটি উইঙ্গারের সঙ্গে একটি অলটো কারের সংঘর্ষ হয়। দুৰ্ঘটনাটি ইমফল থেকে ৬৫ কিলোমিটার দূরে কারং এলাকায় বরাক নদীর সেতুর কাছে সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, উইঙ্গারে ১৩ জন যাত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *