আগামীকাল দু’দিনের ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এলাহি আয়োজন, একাধিক প্রকল্পের হবে ভিত্তি প্রস্তর স্থাপন

আগরতলা, ১১ অক্টোবর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের ত্রিপুরা সফরে আগামীকাল সকালে আগরতলায় আসছেন। আগামীকাল সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির বিশেষ বিমান মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করবে। স্বাগত জানানোর পর বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হবে। আজ বিকালে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতির রাজ্য সফরের বিভিন্ন তথ্য তুলে ধরে একথা জানান। জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথও উপস্থিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানিয়েছেন।

আজ ত্রিপুরার মুখ্য সচিব এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক রাষ্ট্রপতির সফরের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন। প্রস্তুতি পর্বের সাথে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও কোন খামতি না থাকে তার পর্যবেক্ষণ করেছেন।
এদিন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক জানান, আগরতলা বিমান বন্দরে অবতরণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল ১১টা ৫০ মিনিটে নড়সিংগড়ে ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমির উদ্বোধন এবং ত্রিপুরা ন্যাশনাল ল একাডেমির শিলান্যাস করবেন। এরপর বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাষ্ট্রপতি ভার্চুয়াল পদ্ধতিতে ৭টি প্রকল্পের শিলান্যাস করবেন। তাছাড়াও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভার্চুয়াল অনুষ্ঠানে রাষ্ট্রপতি ক্যাপিট্যাল কমপ্লেক্সে এমএলএ হোস্টেলের উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় টাউনহলে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বলেন, স্টেট জুডিশিয়াল একাডেমি উদ্বোধনের পর রাষ্ট্রপতির দুর্গাবাড়ি চা বাগানে একটি অনুষ্ঠানে অংশ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে, এখনো ওই অনুষ্ঠানে যোগদানের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিন তিনি জানান, সফরের দ্বিতীয় দিনে ১৩ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি আগরতলা রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেনের সূচনা করবেন। এই দুটি ট্রেন হল গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ ও আগরতলা-জিরিবাম-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের মণিপুরের থাঙসাও পর্যন্ত সম্প্রসারণ। সকাল সাড়ে ন’টায় রাষ্ট্রপতি ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনের জন্য হেলিকপ্টারে উদয়পুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন শেষে তিনি আগরতলা ফিরে আসবেন এবং সাড়ে এগারোটায় তিনি আগরতলা ত্যাগ করবেন। জেলাশাসক জানান, ১২ অক্টোবর রাষ্ট্রপতি রাতে রাজভবনে অবস্থান করবেন। রাষ্ট্রপতির রাজ্য সফর উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার শংকর দেবনাথ জানান, রাষ্ট্রপতির সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কনভয় চলাচলের সময় আগরতলায় কিছু সময়ের জন্য যানবাহণ নিয়ন্ত্রণ করা হবে। এই সময় পথচারী এবং যানবাহন চলাচলে যেন কোন সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় সব ধরণের সহযোগিতা করার জন্য পুলিশ সুপার সবার প্রতি আহ্বান জানিয়েছেন।প্রসঙ্গত, আগামীকাল দু’দিনের রাজ্য সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ভার্চুয়ালি আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সে বিধায়ক আবাসনের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি যেসমস্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলি হচ্ছে মনপুই-দামছড়া সড়কের উন্নয়ন, তীর্থমুখ হয়ে যতনবাড়ি মন্দিরঘাট সড়কের উন্নয়ন, উজ্জয়ন্ত প্রাসাদে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এন্ড কালচারাল সেন্টার, দরবার হল ও সংশ্লিষ্ট ভবন, গোর্খাবস্তিতে একটি বহুতল ভবন, ত্রিপুরার বিভিন্ন স্থানে ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, ১০০ আসন বিশিষ্ট ৯টি বয়েজ / গার্লস হোস্টেল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আগরতলা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *