কলকাতা, ১১ অক্টোবর (হি স)। প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে ব্যাঙ্গাত্মক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “জল’শোভন চট্টোপাধ্যায় হঠাৎ মাননীয়ার সমর্থনে ফোঁস করে উঠেছেন ! ওঁর হলো কি? বেশ তো রাজনীতি ছেড়ে লদকা-লদকিতে ব্যস্ত ছিলেন!“
‘লদকা-লদকি’ শব্দটিতে একটি তারকাচিহ্ণ যুক্ত করে তথাগতবাবু লিখেছেন, “পাঠকের জ্ঞাতার্থে জানাই, এই অপ্রচলিত শব্দটি কিন্তু আমার নয়। শ্রদ্ধেয় সাহিত্যিক ‘বনফুল’ এটি ব্যবহার করেছেন তাঁর ‘জঙ্গম’ উপন্যাসে।”
প্রসঙ্গত, রবিবার নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রকাশ্যে দাবি করেন, নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবার না থাকলে দিদিকে দিদিমা হয়ে যেতে হতো। এই বক্তব্য সম্পূর্ণ রাজ্যের বিরোধী দলনেতা র। এই আক্রমণের জবাবে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে শোভনবাবু সোমবার ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবুর বক্তব্যকে অসত্য প্রমাণের চেষ্টা করেন। তার প্রতিক্রিয়াতেই মঙ্গলবার টুইট করেন তথাগতবাবু।