রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ দুদিনের রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মু৷ রাষ্ট্রপতির সকলকে কেন্দ্র করে রাজ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজ্যের শাসক দল বিজেপি তরফ থেকেও রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ তিনি বলেন প্রথমবারের মতো একজন উপজাতি মহিলাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে আমাদের দেশ আজ গর্বিত৷ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন৷ রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য বিজেপি দলের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য আরো বলেন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যর জন্মদিন যথাযোগ্য ভাবে পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি৷ ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগেই তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি তথা বর্তমান সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন৷ শুধু তাই নয় আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যকে স্মরণীয় করার লক্ষ্যে আগরতলা বিমানবন্দরের নাম বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামকরণে করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল বর্তমান সরকার৷ সে অনুযায়ী আগরতলা বিমানবন্দরের নাম এমবিবি বিমানবন্দর হিসেবেই নামাঙ্কিত করা হয়েছে৷ প্রসঙ্গক্রমে প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের নাম অনুসারে কেন্দ্রীয় সরকার একটি ডাক টিকিট প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বর্তমান সরকার রাজ্যের জনজাতি অংশের মানুষের স্বার্থ সুরক্ষার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলেছে বলেও বিজেপির প্রদেশ সভাপতি জানিয়েছেন৷ প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান রাজ্যের জনজাতি সমাজপতিদের জন্য বর্তমান সরকার ভাতার ব্যবস্থা করেছে৷ বর্তমানে ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা ৩০ টি৷ ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা বৃদ্ধি করে ৫০ টি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ নির্বাচনের জন্য দল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে আইপিএফটির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজেপির প্রদেশ সভাপতি জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ প্রদেশ সভাপতি মতামত ব্যক্ত করতে গিয়ে আরও বলেন জোট সঙ্গীকে যথাযথ সম্মান প্রদর্শন করা বিজেপির অন্যতম লক্ষ্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *