শংকর চৌমুহনীতে অগ্ণিকান্ডে পুড়ল ফাস্ট ফুডের দোকান

 উপলক্ষ্যে শঙ্কর চৌমুহনীর বাসিন্দা সঞ্জিব দত্তের বাড়ির নীচতলায় একটি ঘর ভাড়া নিয়ে ফাস্ট ফুডের দোকান খোলে অমন দেবনাথ নামে এক ব্যক্তি৷ আর ছোট্ট সেই দোকানে মজুত করা ছিল ৫ টি গ্যাসের সিলিন্ডার৷ সেই গ্যাস সিলিন্ডার লিক করেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে৷ খবর পেয়ে ছুটে আসে বাড়ির মালিক৷ তিনি জানান ঘটনার পর দোকান মালিক ও কেয়ারটেকার পালিয়ে যায়৷ তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ এদিকে দমকল কর্মীদের বক্তব্য দোকানে ছিল না আগুন নেভানোর কোন সরঞ্জাম৷ একই সঙ্গে দোকানের আকার অনুযায়ী এত পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত করার নিয়ম নেই৷ এদিকে অগ্ণিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন মেয়র দীপক মজুমদার৷ তিনি জানান আগরতলা পুর নিগম থেকে অভিযান চালানো হবে৷ যে সমস্ত দোকান ঘন জনবসতী পূর্ণ এলাকায় আছে তাদের অগ্ণি নির্বাপণ ব্যবস্থা আছে কিনা তা দেখার জন্য৷ নিয়ম না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে কড়া বার্তা দেন মেয়র৷ দমকল কর্মী ও এলাকাবাসী সহযোগিতা করায় এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *