নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বটতলা এলাকায় আক্রান্ত এক গৃহবধূ এবং তার স্বামী৷ এই ঘটনায় থানায় মামলা দায়ের৷ জানা যায় সোমবার রাতে ওএনজিসি এলাকার বাসিন্দা শ্যামলিকা সাহা মজুমদার তার স্বামীকে নিয়ে দশমীঘাট মামার বাড়িতে যাওয়ার পথে বটতলা এলাকায় বুলন দাস নামে এক ব্যক্তি এবং তার দুই মেয়ে মিলে গৃহবধূ এবং তার স্বামীকে বেধরক মারধর করে৷ জানা যায় ওই গৃহবধূ ও তার স্বামী বটতলা দিয়ে যাওয়ার পথে বুলন দাস নামে ওই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে ছিল৷ এরই মধ্যে গাড়িতে থাকা গৃহবধূর স্বামী ঐ ব্যক্তিকে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়৷ তারপর বুলন দাসের নেতৃত্বে গৃহবধূ এবং তার স্বামীকে মারধর করা হয়৷ পরে ঘটনার খবর পেয়ে আসে বটতলা ফাঁড়ির পুলিশ৷ আসে পশ্চিম মহিলা থানার পুলিশও৷ গৃহবধূর অভিযোগ এই ঘটনার পর পুলিশ আসলেও তাদের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি তারা৷ গৃহবধূ জানান আক্রমণে তাঁর শাখা, আংটি ও স্বামীর গলার চেইন খোয়া গেছে৷ এগুলি ফেরত দেওয়ার দাবি জানান তিনি৷ এই ঘটনায় মামলা দায়ের করেন মহিলা৷
2022-10-11