নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ অক্টোবর৷৷ মুহুরীপুর রেল লাইনের ট্যানেলের মুখে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ৷ রেল লাইনের ট্যানেলের মুখে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা যায় সোমবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর এলাকার রেল লাইনের ট্যানেলের মুখে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ পরবর্তী সময় খবর দেওয়ার হয় বিলোনিয়া থানায়৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ মৃতদেহ রেল লাইনে উপর পরে থাকায় সকালবেলা আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেন দীর্ঘ দুই ঘণ্টার বেশী সময় ধরে আটকে পরে৷ পুলিশ মৃতদেহ সনাক্ত করার জন্য আশপাশ এলাকায় খবর দেয়৷ আনা হয় ডগ স্কোয়াড এবং ফরেনসিক দলকে৷ পরবর্তী সময় রেল লাইন থেকে মৃতদেহ সরানোর পর স্বাভাবিক হয় রেল পরিষেবা৷ এলাকার লোকজনদের কাছ থেকে জানা যায় মৃত ব্যক্তি রেলে কাটা পরে মারা যায়নি৷ রেল আসার পূর্বে মৃত ব্যক্তির মৃতদেহ রেল লাইনে পরে ছিল৷ সকলে অনুমান অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হয়েছে৷ যাতে দেখানো দেখে পারে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচিত ব্যক্তির৷ কিন্তু এই উদ্দেশ্য সফল হয়নি বলে স্থানীয়দের অনুমান৷ ট্রনে চালক জানান সকালে স্থানীয় জনগণ ট্রেন আটকে দেয়৷ তারাই রেল লাইনে মৃতদেহ পড়ে রয়েছে বলে জানায়৷ এরপর পি আর সি এবং কনট্রোলকে খবর পাঠান তিনি৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেড়িয়ে আসে৷ রেল লাইনের ট্যানেলের মুখে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
2022-10-10