কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : বর্ষা বিদায়ের কোনও নাম নেই বাংলায়। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। লক্ষ্মীপুজোয় ভিজবে দক্ষিণবঙ্গ। দুর্যোগ উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুরের দিকে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলায় আকাশ মেঘলা হবে। সর্বোচ্চ তাপমাত্রা থকতে পারে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য কার্যত গুমোট আবহাওয়া তৈরি করেছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তাপমাত্রা কমলেও গলদঘর্ম অবস্থা তৈরি হচ্ছে।কলকাতার পাশাপাশিই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে।বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।