BRAKING NEWS

Mohan Bhagwat:কানপুরে স্বয়ংসেবকদের পথ সঞ্চলন পরিদর্শন করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত

কানপুর (উত্তরপ্রদেশ), ৯ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কানপুর প্রান্তে আয়োজিত স্বর সঙ্গম ঘোষ শিবিরের চতুর্থ দিনে, স্বয়ংসেবকরা রবিবার পথ সঞ্চলন করেছিলেন। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত কোম্পানি বাগ মোড়ে পথ সঞ্চলন পরিদর্শন করেছেন। এরপর সরসঙ্ঘচালক বাল্মীকি সমাজের কর্মসূচিতে অংশ নিতে ফুলবাগের নানা রাও পার্কের উদ্দেশে রওনা হন।
পণ্ডিত দীনদয়াল স্কুলে পাঁচ দিনব্যাপী স্বরসঙ্গম ঘোষ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের তৃতীয় দিনে শিবিরে পৌঁছান সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। রবিবার স্বয়ংসেবকরা দুটি দল পথ সঞ্চলন করে। দু’দলই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্কুল থেকে রওনা দেয় প্রায় ১০টা১৫ মিনিট নাগাদ। প্রথম দল গঙ্গা ব্যারেজ হয়ে স্কুলে ফিরে যায় এবং দ্বিতীয় দল কোহনা হয়ে কোম্পানিবাগে পৌঁছে।
পথ সঞ্চলনে স্বয়ংসেবকরা আনক, বাঁশি সহ ১৭টি বাদ্যযন্ত্র বাজিয়েছেন। কোম্পানি বাগ মোড়ে পথ সঞ্চলন পরিদর্শন করেন সংঘ প্রধান ড. সঙ্ঘ প্রধান । এখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি । এখান থেকে কড়া নিরাপত্তায় ফুলবাগের নানারাও পার্কে পৌঁছান সরসঙ্ঘচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *