কলকাতা, ৯ অক্টোবর (হি. স.): যত সময় বাড়ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে হরিদেবপুরে রহস্য মৃত্যুর ঘটনায়। অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অয়ন মণ্ডল মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবি তোলাকে কেন্দ্র করেই বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত হয় বলে অভিযোগ। এই ঘটনায় পরিকল্পনা করেই খুন করা হয় ওই তরুণকে। পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির দোতলার ঘরে খুন হন অয়ন। অথচ ফরেন্সিক পরীক্ষায় রক্তের নমুনা মেলেনি। মনে করা হচ্ছে, খুনের পর দেহ লোপাট পাশপাশি মুছে ফেলা হয় রক্তের দাগ।