কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): আজ কোজাগরী লক্ষ্মীপুজো। গত দু’বছর ধরে করোনা অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে। যার জেরে নমঃ নমঃ করেই আপামর বাঙালিকে প্রাণের প্রিয় কোজাগরী লক্ষ্মীপুজোও সারতে হয়েছে । কিন্তু করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এবার কোজাগরীতে মেতেছে বাংলা। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে রবিবারও বাজারদর বেশ চড়া ৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর লক্ষ্মীপুজোর সময়কাল শনিবার অর্থাৎ ৮ অক্টোবর ভোররাত ৩টে ২৯ মিনিট ৪২ সেকেন্ড থেকে পূর্ণিমা লেগেছে। তবে ৯ অক্টোবর অর্থাৎ রবিবার রাত ২টো ২৫ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। ফলে রবিবার দিনভর থাকছে পূর্ণিমা। যথারীতি প্রথা মেনেই সাড়ম্বরে ধুমধাম করে বাঙালি পরিবারগুলো লক্ষীপুজো করছে। কিন্তু ফুল, ফল, আনাজ, সবজি, পুজোর যাবতীয় উপাচারের দাম লাগামছাড়া। বাজারের হাল দেখে কার্যত মাথায় হাত মধ্যবিত্ত গৃহস্থের। অন্যান্য বছরের থেকে এবছর দাম বেড়েছে প্রতিমা, পুরোহিত সব কিছুর। ফলে কীভাবে মা লক্ষীর আরাধনা করা হবে সেটা নিয়ে চিন্তিত গৃহকর্ত্রীরা। পুজোর কেনাকেটা করতে গিয়ে পকেটে ছেঁকা লাগছে গৃহকর্তাদেরও। সব মিলিয়ে পুজোর চড়া বাজারদর দেখে ঘুম উড়ে গিয়েছে মধ্যবিত্ত আমজনতার। তবে চড়া দামের মধ্যেও বিক্রিবাটা বেশ ভাল বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে পুজো করতে গিয়ে গৃহস্থের মুখ করুণ হলেও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।
2022-10-09

