জাঙ্গিপাড়া, ৯ অক্টোবর (হি.স.): পাড়ার মেয়ের নির্মম মৃত্যু নিয়ে কোনও রাজনীতি চান না ! হুগলির জাঙ্গিপাড়ায় দশমীর দিন থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হওয়া নাবালিকার বাড়িতে গেলে কংগ্রেসের প্রতিনিধি দলকে ফেরত পাঠান এলাকাবাসী। কংগ্রেস নেতাদের রীতিমত তাড়া করে গ্রাম ছাড়া করা হয় ৷
গতকাল এলাকারই একটি ঝিল থেকে উদ্ধার হয় জাঙ্গিপাড়ায় দশমীর দিন থেকে নিখোঁজ থাকা ছাত্রীর দেহ ৷ অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ যে ঘটনায় গতকাল দিনভর অশান্ত হয়েছিল হুগলির জাঙ্গিপাড়ার শ্রীহট্ট ৷ রবিবার আবারও একবার অশান্ত হয়ে উঠল শ্রীহট্ট গ্রাম ৷ এদিন সকালে হুগলি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা মৃত নাবালিকার বাড়িতে যান ৷ পুলিশি নিরাপত্তায় কংগ্রেস নেতৃত্ব গ্রামে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷ কংগ্রেস নেতাদের রীতিমত তাড়া করে গ্রাম ছাড়া করা হয় ৷
যা নিয়ে কংগ্রেস প্রতিনিধি দল জানায়, তাঁরা মৃত নাবালিকার পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন ৷ কিন্তু, গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানোয় ফিরে এসেছেন ৷ তবে, গ্রামবাসীদের দাবি, কোনও রাজনীতি করা যাবে না তাঁদের গ্রামের মেয়ের মৃত্যুকে ঘিরে ৷ কোনও রাজনৈতিক দলকেই তাঁরা গ্রামে ঢুকতে দেবে না বলে জানিয়েছেন ৷
প্রসঙ্গত, এদিন পুলিশ সেখানে উপস্থিত থাকলেও, উত্তরপাড়া ব্লকের কংগ্রেস নেতৃত্বকে বাঁশ ও লাঠি নিয়ে তাড়া করেন গ্রামবাসীরা ৷ যদিও, এ দিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা ৷
অন্যদিকে, গ্রামবাসীরা কংগ্রেস নেতৃত্বের সেখানে যাওয়া নিয়ে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে তাঁরা গ্রামে ঢুকতে দেবেন না ৷ গ্রামের মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করতে দেবেন না তাঁরা ৷ আর সেই সঙ্গে জানিয়েছে, পুলিশ দু’দিন সময় চেয়েছে ৷ তার মধ্যে অভিযুক্ত বা অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে৷
এ নিয়ে জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘অবিলম্বে দোষীদের ধরে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ৷ কিন্তু, বিরোধী দল ওখানে যাচ্ছে যেতেই পারে ৷ ওদের কাজ আন্দোলন করা ৷ কিন্তু, আমাদের মতে অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয় ৷ বিরোধী দল এসে মিথ্যের রাজনীতি করবে, এটা গ্রামবাসীরা মানতে চাইছে না ৷ সেই কারণেই বাধা দিয়েছে কংগ্রেস প্রতিনিধি দলকে ৷’