গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : কামাখ্যা মন্দিরে মায়ের পুজো দিয়ে আজ রবিবার অসম সফরের তৃতীয় তথা শেষ দিনের কার্যসূচি শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্দির চত্বরে স্বরাষ্ট্রমন্ত্ৰীকে দেখে উপস্থিত পুণ্যার্থী-দর্শনার্থী মুহুর্মুহু ‘ভারত মাতা কী জয়’ এবং ‘জয় শ্ৰীরাম’ ধ্বনি দিয়ে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন। তিনিও হাত তুলে উচ্ছ্বসিত ধ্বনিদাতাদের অভিবাদন ও শুভেচ্ছা জানান।
নীলাচল পাহাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শক্তিপীঠ কামাখ্যাধামে মায়ের পুজো দিয়ে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘গুয়াহাটিতে আজ মা কামাখ্যা দেবীর মন্দিরে প্ৰাৰ্থনা করতে পেরে অত্যন্ত ধন্য অনুভব করছি। জয় মা কামাখ্যা।’
দেবী কামাখ্যার পুজো দিয়ে অমিত শাহ সোজা চলে যান খানাপাড়ায় আসাম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে। এনইসি-র অধিবেশন থেকে তিনি গোলাঘাট জেলার দেরগাঁওয়ে পুলিশ ট্রেনিং কলেজে পুলিশ সুপারদের দু-দিবসীয় সম্মেলনের শুভারম্ভ করতে যাবেন। পুলিশ ট্রেনিং কলেজের নবনির্মিত পুলিশ কনফারেন্স হল-এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেড়গাঁও থেকে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।