উত্তরকাশী, ৯ অক্টোবর (হি.স.) : রবিবার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ১০ জনের মৃতদেহ নিয়ে ডোকরানি বামাক হিমবাহ এলাকা (বেস ক্যাম্প) থেকে মাতলি পৌঁছেছে। এখনও পর্যন্ত ২১ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃতদেহ মাতলি ও উত্তরকাশীতে নিয়ে যাওয়া হয়েছে। এসব মানুষ তুষারধসে আটকা পড়ে। বেস ক্যাম্পে এখনও ১০টি মৃতদেহ রাখা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারটি এরপর তাদের নিতে হিমবাহ এলাকায় যাবে।
তুষারধসের পর নিখোঁজ রয়েছেন দুই শিক্ষানবিস পর্বতারোহী। তাদের খোঁজ করা হচ্ছে। আজ আবহাওয়া ইতিবাচক হওয়ার সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ১০টি মৃতদেহ নিয়ে মাতলি হেলিপ্যাডে পৌঁছেছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল।