নন্দীগ্রাম, ৮ অক্টোবর (হি.স.) : ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে শনিবার প্রকাশ্যেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার শুভেন্দুবাবু নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বলেন, ‘‘কোর্টে এজি দাঁড়িয়ে বলেছেন টানা দু’ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। অথচ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে। ২০০ ঘণ্টাও করতে পারে। ওরা বেআইনি কাজ করছে। কোর্টে কেমন কানমলা খায় দেখবেন। আমি ব্রিটিশের পুলিশকে ভয় করিনি। এলিতেলিকে ভয় করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে সুদ সহ শুভেন্দু অধিকারী ফেরত দেবে।’’
শুভেন্দুবাবু বলেন, ‘‘ওর বাড়িতে কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল কি? আমার বাড়ির বিপিন অধিকারী ৮ বছর ব্রিটিশের জেলে ছিলেন। ব্রিটিশ পুলিশকে অধিকারীরা ভয় করেনি। ব্রিটিশ পুলিশ ৩ বার আমাদের বাড়ি জ্বালিয়েছে। ব্রিটিশ পুলিশকে ভয় করিনি আর এই এলিতেলিদের কে ভয় করবে?’ মমতা বন্দ্যোপাধ্যায় ওর (সৌমেন্দু) কিচ্ছু করতে পারবেন না। ওরা বেআইনি কাজ করছে। আমি বহুত শক্ত জিনিস আছি
পুলিশের বিরুদ্ধে শুভেন্দুবাবু বলেন, ‘‘পুলিশ তার কাজ করছে না। পুলিশের কাজ তোলা তুলে ভাইপোকে পাঠানো। এদেরকেই এজেন্সি ডাকবে। কোর্ট খুললে মুখে আলকাতরা মাখাব।’’
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় শুক্রবার ১০ ঘণ্টা ১০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুক্রবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বলেন, ‘আমায় বসিয়ে রাখা হয়েছিল। আরও কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হলেও আমার কোনও সমস্যা ছিল না।’ এদিকে জানা গিয়েছে, সোমবার ফের সৌমেন্দুকে কাঁথি থানায় তলব করা হতে পারে।