মাঝারি তীব্রতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, মরুরাজ্যে আগামী ২৪ ঘন্টা চলবে বর্ষণ

জয়পুর, ৮ অক্টোবর (হি.স.): মাঝারি তীব্রতার বৃষ্টিতে বিপর্যস্ত হল মরুরাজ্য রাজস্থান। শনিবার আকাশ কালো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় রাজস্থানের উদয়পুর, জয়পুর, কোটা এবং ভরতপুর জেলায়। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল রাজস্থানের বিভিন্ন জেলা। বৃষ্টিতে এদিন রাজস্থানের কয়েকটি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

বিগত ২৪ ঘন্টায় পূর্ব রাজস্থানের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কারাউলি, ঢোলপুর, বন্সওয়ারা, প্রতাপগড়, ঝালাওয়াড়, বরণ, সওয়াই মাধোপুর ও কোটা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কারাউলিতে সবথেকে বেশি ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২৪ ঘন্টা এমনই বৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *