মুম্বই, ৭ অক্টোবর (হি.স.): আরও নীচে নেমে রেকর্ড তলানিতে ঠেকল টাকা। শুক্রবার একলপ্তে এই প্রথম ৮২.২০ টাকায় পৌঁছে গেল এক ডলারের দাম। এই নিয়ে টাকার শক্তি কেড়ে ডলার আরও চাঙ্গা হয়ে উঠেছে। এদিন অভ্যন্তরীণ মুদ্রার পতন হয় ৩৩ পয়সা। এদিন শেয়ার সূচক সেনসেক্সও ১৫০ পয়েন্ট পড়ে যায়, নিফটি ১৭,২৭০-র নীচে।
আমেরিকায় সুদ বৃদ্ধির ধাক্কা ভারতে বহাল রইল শুক্রবারও। এ দিন টাকার দামের পাশাপাশি ধসের মুখে পড়ল শেয়ার বাজার। এক দিকে, রেকর্ড তলানিতে ঠেকল ভারতীয় মুদ্রা। এই প্রথম টাকার নিরিখে ৮২.২০ পেরোল ডলার।