গ্যাংটক, ৭ অক্টোবর (হি.স.) : আজ শুক্রবার একদিনের সফরে সিকিম এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় দফতরের মন্ত্রী অমিত শাহ। রাজধানী গ্যাংটকে আয়োজিত ‘সমবায় মিল্ক কনফারেন্সে’ অংশ নেবেন তিনি। সম্মেলনে অংশ নিতে অনেক বড় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা সিকিম পৌঁছেছেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাগডোগরা বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে রাজধানী গ্যাংটকের লিবিং-এ সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণ করেন। তিনি ১১:৩৫ এ এখানে পৌঁছান। এখান থেকে তিনি রাজভবনে পৌঁছে তিনি সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন করেন।
দুপুর সোয়া ১২টায় রাজধানীর মনন কেন্দ্রে সমবায় দুধ সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী শাহ। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, সিকিম সরকারের মন্ত্রী, বিধায়ক, উচ্চপদস্থ সরকারি আধিকারিকরাও সম্মেলনে অংশ নেন। এরপর বিকেল ৩টায় লিবিং হেলিপ্যাড থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন শাহ।