ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ গোয়া। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। পুনের জিমখানা স্টেডিয়ামে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এবছর ত্রিপুরার দল যথেষ্ট ব্যালান্সড। ফলে লড়াই হবে জমজমাট। তবে রাজ্য ক্রিকেট সংস্থার একগুয়েমি সিদ্ধান্তের জন্য মুখ খুলতে নারাজ ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। ফলে দলের প্রস্তুতি সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। যতটুকু খবর, জিমখানার উইকেট ব্যাটিং সহায়ক। ফলে টসে জয়লাভ করলে সম্ভবত ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে। এবং একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোরও পরিকল্পনা রয়েছে প্রথম একগাদশে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অনন্দ ভৌমিক। ডেপুটি হিসাবে রয়েছেন দুর্লব রায়। গোয়া ম্যাচের পর ৮ অক্টোবর রাজস্থান, ১০ অক্টোবর মেঘালয়, ১২ অক্টোবর ওড়িশা এবং ১৪ অক্টোবর বিদর্ভ-র বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। রাজ্য দল: আনন্দ ভৌমিক (অধিনায়ক), দুর্লব রায় (সহ অধিনায়ক), আরমান হুসেন, নবারূন চক্রবর্তী (উইকেট রক্ষক), অরিজিৎ দেবনাথ, সপ্তজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, দ্বীপজয় দেব (উইকেট রক্ষক), অর্কজিৎ দাস, দীপ্তনু চক্রবর্তী,, অর্কদ্যোতি দেব, দেবরাজ দে, দীপায়ন দাস, আব্দুল কালাম এবং রাজদীপ দত্ত। স্ট্র্যান্ডবাই: প্রিন্স মিত্র, প্রীতম দাস,রিব্রজিৎ দাস, করণ দে, তথাগত চক্রবর্তী। চিফ কোচ: গৌতম সোম, সহকারি কোচ: সুবল চৌধুরি, অনুপম দে, ফিজিও: রাজন চৌধুরি, ট্রেণার: উত্তম দে।
2022-10-06