মাণ্ড্য, ৬ অক্টোবর (হি.স.): নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কর্ণাটকের মাণ্ড্য থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বৃহস্পতিবার সকালে মাণ্ড্য জেলার বেল্লালে গ্রাম থেকে শুরু হয় পদযাত্রা, রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীও। সোনিয়ার অংশগ্রহণে নতুন করে উৎসাহ পেয়েছেন কংগ্রেস নেতা ও কর্মীরা।
কংগ্রেসের পক্ষ থেকে এদিন টুইট করে জানানো হয়, প্রতিকূলতা যতই আসুক না কেন, আমরা ভারতকে যুক্ত করবই। কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার এদিন বলেছেন, “বিজয়াদশমীর পর কর্ণাটকে বিজয় হবে। আমরা গর্বিত যে সোনিয়া গান্ধী কর্ণাটকের রাস্তায় হাঁটতে এসেছেন। আমরা রাজ্যে ক্ষমতায় আসছি এবং বিজেপি নিজেদের দোকান বন্ধ করতে চলছে।

