Distribute Clothes :শারদোৎসবে বস্ত্র বিতরণ সমাজসেবীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  শারদ উৎসব উপলক্ষে গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন কদমতলার বিশিষ্ট সমাজসেবী প্রতিভা নাথ৷ গরীব দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন সমাজসেবীকা প্রতিভা নাথ৷ স্থানীয় কদমতলা বয়েজ ক্লাব প্রাঙ্গণে চুরাইবাড়ি,পূর্ব ফুলবাড়ি,বাঘন কদমতলা ও সরসপুর সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রায় ৬০ জন দূঃস্থদের মধ্যে  বস্ত্র বিতরণ করা হয়৷  বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজা ধর, কদমতলা থানার ও সি সুশান্ত দেব ও অন্যান্য সমাজসেবীরা৷ বয়স্কদের হাতে বস্ত্র তুলে দিয়ে সমাজসেবী প্রতিভা নাথ জানান,প্রতিবছরই তিনি এভাবে বস্ত্র বিতরণসহ অন্যান্য সমাজ সেবামূলক কাজের মাধ্যমে নিয়োজিত থাকতে চান৷ আগামী দিনেও আরও বৃহৎ কাজে এগিয়ে আসতেও অন্যান্যদের কাছে আহ্বান জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *